রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য দিলো ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। তাতে হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে ইরান। ছবি: রয়টার্স

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে ইরান। ছবি: রয়টার্স

তাসনিম নিউজ ও মেহের নিউজের বরাত দিয়ে আরটি জানায়, সোমবার (২০ মে) ইরানের সামরিক কর্মকর্তার মাধ্যমে গঠিত একটি তদন্ত কমিটি হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু করে। বৃহস্পতিবার (২৩ মে) তার প্রতিবেদন প্রকাশ করা হয়। 

প্রতিবেদন মতে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে বুলেট বা গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ এটি গুলি বা বোমা ছুড়ে ভূপাতিত করা হয়নি। তদন্তকারীরা নিশ্চিত করেছে, মাটিতে আঘাত করার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়েছিল।